ভারতীয়দের সমৃদ্ধ করা।

ন্যায়ী দিশা একটি জনগন কেন্দ্রীক রাজনৈতিক প্ল্যাটফর্ম। যা ভারতকে রপান্তরিত করার লক্ষ্য নিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় নেতারা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে।

নয়া দিশা কেন গুরুত্বপূর্ণ?

দারিদ্রতা আমাদের ভবিতব্য নয়। ভারতবর্ষকে এই সময়ে দাঁড়িয়ে ধনী এবং উন্নত একটি দেশ হিসাবে পরিচিত হওয়ার কথা ছিল। যদিও, আদতে তা হয়নি।

আমাদের বহুল পরিমাণে স্বাধীনতার অভাব রয়েছে। আমরা জাত, ধর্ম এবং দলীয় পছন্দ- অপছন্দের নিরিখে বৈষম্যের শিকার হয়ে পড়েছি। সরকারী ক্ষেত্রে যে কোনও বিষয়ে সিদ্ধান্তগ্রহণ পদ্ধতি কেন্দ্রীকরণের দ্বারা সীমাবদ্ধ এবং সাধারণ মানুষ এই পদ্ধতি থেকে পুরোপুরিভাবে বঞ্চিত। একইসঙ্গে ন্যায়বিচার পাওয়ার পদ্ধতিও অনেকটাই সময়সাপেক্ষ। সাধারণ মানুষের সম্পত্তি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। একইসঙ্গে অনেকাংশে তা সরকারের দ্বারা নির্যাতন এবং অপব্যবহারের মাধ্যম হয়ে দাঁড়ায়। এরফলে, নিঃসন্দেহে ভারতবর্ষের এক বিশাল সংখ্যক জনগন প্রতিনিয়ত দারিদ্রতায় নিমজ্জিত হয়ে চলেছে।

৩০+ কোটি

ভারতীয়রা এখনও চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করেন।

50%

পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় শ্রেণীর বই পড়তে পারে না।

19+ crore

people suffer from undernourishment

ভারতবর্ষ সৃষ্টির দেশ, কৃষ্টির দেশ। এই দেশে রয়েছেন বহু বিজ্ঞানের পূজারি, ক্রীড়াবিদ ও সমাজসংস্কারক। যদিও, পৃথিবীর বিশাল কর্মযজ্ঞে ভারতের বহু বৈজ্ঞানিক, খেলোয়াড়, সমাজসংস্কারক, কবি-লেখক শুধু সুযোগের অভাবে ব্রাত্য হয়ে আছেন। এর মূল কারণ হল, আমাদের দেশ তথা আমরা বর্তমানে দারিদ্রে ডুবে রয়েছি।

মনে রাখতে হবে, প্রজন্মের ওপর ভিত্তি করে নয়, মাত্র দুটি নির্বাচনের মাঝখানেই ভারতকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ঠিক এই লক্ষ্যেই আমাদের এক মুহূর্ত নষ্ট করা উচিৎ নয়। কারণ, আমরা আজ যা করছি, সেটির ওপরেই ১৩০ কোটি ভারতবাসীর ভবিষ্যৎ নির্ভর করছে।

নয়া দিশার সমৃদ্ধিসূচক সমাধান

নয়া দিশার মূলত দুটি সমৃদ্ধিসূচক সমাধান রয়েছে:
1. পরিবার পিছু এক লক্ষ টাকা জমা করা আয়কর ফেরত দেওয়া।
2. প্রথমত, করের ঊর্ধ্বসীমা ১০% করা

দ্বিতীয়ত, বার্ষিক লভ্যাংশ বাবদ পরিবার পিছু দেড় লক্ষ টাকা বরাদ্দ করা। এর ফলে ভারতবাসী অনেক ভাবে উপকৃত হবেন, যেমন কমবে দারিদ্র, বাড়বে কাজের সুযোগ। সঙ্গে সঙ্গে সরকারী হস্তক্ষেপের বাড়বাড়ন্ত ঠেকিয়ে বাড়াবে দেশবাসীর লক্ষ্মী লাভের আশা। এতে ব্যক্তিগত লগ্নির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক বিকাশ ঘটবে। জনগণের উন্নতির স্বার্থে নানা প্রয়োজনীয় ক্ষেত্রে বাড়বে উদ্বৃত্ত সম্পদের লগ্নি।

এগিয়ে যাওয়ার রাস্তা।

নয়া দিশার মিশন ৫৪৩-এর মূল উদ্দেশ্য হল, উন্নতিকামী ভোটার এবং প্রার্থীদের এক মঞ্চে নিয়ে আসা। আমাদের লক্ষ্য ২০১৯-এর লোকসভা নির্বাচনের ৫৪৩ টি আসনে লড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করা, পরবর্তী সরকার গঠন করা এবং ভারতকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া।

নয়া দিশা কোনও চিরাচরিত রাজনৈতিক দল নয়, বরং আমরা রাজনৈতিক অঙ্গনে পা রাখতে চলেছি এক যুগান্তকারী পদ্ধতিতে সরকার গঠন ও রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য।

আমরা পারবই!

আমাদের উদ্দেশ্য অনেক কঠিন মনে হলেও, তা সম্বন্ধে. Read our detailed note on নায়ী দিশা: একটি রাজনৈতির মঞ্চ ভারতীয়দের সমৃদ্ধির উদ্দেশ্যে.

রাজেশ জৈনর সাথে দেখা করুন

We can make India prosperous. The future of over 130 crore Indians depends on what we do today. Let us not waste any more time. Join Dhan Vapasi.

একজন টেকনোলজি উদ্যোগপতি ও ডটকম বিপ্লবের অন্যতম প্রধান ব্যাক্তি, রাজেশ ১৯৯০ সালে ভারতের প্রথম ইন্টারনেট পোর্টাল তৈরী করেন। এরপর তিনি ভারতের সর্ববৃহত ডিজিটাল মার্কেটিং কোম্পানি তৈরী করেন। এখন দেশ তৈরীর উদ্যোগপতি।

Back the Movement